পিরোজপুর জেলার কাউখালীতে ঐতিহ্যবাহী প্রগতি ক্লাবের পুনর্মিলনী ও সাধারন সভার আয়োজন করেছে ক্লাবের সদস্যবৃন্দ। ১৩ নভেম্বর (বুধবার) রাত নয় ঘটিকায় উপজেলার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই পুনর্মিলনী ও সাধারন সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় ও মো: এনামুল কবীর এনামের সভাপত্বিতে উদ্বোধনী বক্তব্য দেন প্রগতি ক্লাবের উপদেস্টা মন্ডলীর সদস্য উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক শফিউল আজম দুলাল, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট আইনজীবি এ্যাড. শফিকুল ইসলাম স্বপন, আক্তারুজ্জামান সেলিম, জাহাঙ্গীর কবীর বুলু ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক লিয়াকত তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক সজল হোসেন এমরান সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় বক্তারা তাঁদের মূল্যবান শুভেচ্ছা বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর কাউখালী উপজেলার পুরাতন এবং ঐতিহ্যবাহী প্রগতি ক্লাব নতুন উদ্যামে তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ক্লাবের বর্তমান নেতৃত্বের মাধ্যমে ক্লাবের অন্যান্য কার্যক্রমগুলোও সুষ্ঠভাবে পরিচালিত হবে বলে আমরা বিশ্বাস করি। সামাজিক কার্যক্রম, প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়রা উৎকর্ষতা লাভ করবেন এবং নিজেদের মধ্যে মেলবন্ধন সুদৃঢ় করবেন আমরা আশা কি করি। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও মননশীল সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের মাধ্যমে নিজেদেরকে আরও উদ্যোমী, আত্মবিশ্বাসী ও যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
সকলের উপস্থিতিতে এ সময় ক্লাবের ১৪ জন বিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষনা করা হয়। সভাপতি মো: এনামুল কবীর এনাম, সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ সুমন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাব্বি রহমান লাফিত ও মীর ফয়সাল ইমতিয়াজ শোভন, কোষাধক্ষ্য জাকারিয়া ফরিদ বাপ্পী, দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম রফিক, সম্নানীত সদস্য মন্জুরুল কবীর পেয়ারু, জিয়াউল হক হিরু, আসাদুজ্জামান তালুকদার মামুন, মাইনুল হাসান, শেখ মিরাজ আহমেদ, রবিউল হাসান রবিন, শেখ রিয়াজ আহমেদ ।
মো: রাশেদুল ইসলাম, পিরোজপুর