মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বিজ্ঞানে ভীতি দূর করে বিজ্ঞানমনষ্ক করে গড়ে তোলার লক্ষে বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। উপজেলার টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল বিজ্ঞান মেলায় ১৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা এবং কমলগঞ্জ উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসা অংশগ্রহণ করে।
টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর আলীর সভাপতিত্বে ও শিক্ষক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় বিজ্ঞান মেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, শিক্ষক ছাদিকুর রহমান, মো. আবু বক্কর, মো. সৈয়দ মিয়া, বেসরকারি সংস্থা সাকো’র নির্বাহী পরিচালক শামীম আহমদ প্রমুখ।
সভায় প্রজেক্টের মূল বক্তব্য উপস্থাপন করেন বেসরকারি সংস্থা ওয়াফের নির্বাহী পরিচালক মো. আব্দুল মালিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞান হচ্ছে সভ্যতার উন্মেষকারী, সুপ্ত প্রতিভার বিকাশের কেন্দ্র। আবিষ্কারের স্পৃহা একমাত্র বিজ্ঞানের মাধ্যমেই তৈরি হয়। তাই শিক্ষায় বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই।
আলোচনা সভা শেষে অতিথিরা মেলা পরিদর্শন করেন।
দিনব্যাপী বিজ্ঞান মেলায় কুলাউড়া ও কমলগঞ্জের মোট ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের সদস্যরা তাদের নিজেদের চিন্তা ও গবেষণায় তৈরি প্রজেক্ট প্রদর্শন, দেয়ালিকা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেলাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করে রাখে।
মেলায় প্রজেক্ট প্রদর্শনীতে বিচারকদের মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে আলী আমজদ উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব, ২য় স্থান অর্জন করে টিলাগাঁও আজিজুন্নেছা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব, ৩য় স্থান অর্জন করে কমলগঞ্জের এ এটিএম উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব।
এছাড়াও মেলায় অংশগ্রহণকারী বিদ্যালয়ের সকল বিজ্ঞান ক্লাবকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে মাস্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিজয় কৃষ্ণ মজুমদার, কমলগঞ্জের কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অংকন শর্মা, ৩য় স্থান অর্জন করে শ্রীপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী মেহেদী হাসান। মেলায় পুরস্কার বিতরণের পাশাপাশি দুটি উপজেলার তিনটি বিজ্ঞান ক্লাবকে সারা বছরের কার্যক্রমের ওপর অ্যাওয়ার্ড ও বিজ্ঞানাগারের জন্য অণুবীক্ষণ যন্ত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের বিজ্ঞানে ভীতি দূর করে বিজ্ঞানমনষ্ক করে গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি সংস্থা ওয়াফ, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় কুলাউড়া উপজেলায় ১৮টি এবং কমলগঞ্জ উপজেলায় ১২টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাব বাস্তবায়ন করে যাচ্ছে।
তিমির বনিক, মৌলভীবাজার