বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত কমছে। শুক্রবার (১৫ নভেম্বর) ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (WTI) দাম দুই শতাংশেরও বেশি হ্রাস পায়। এর পেছনে চীনের তেলের চাহিদা দুর্বল হওয়া এবং যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে অনিশ্চয়তা প্রধান ভূমিকা পালন করেছে।
শুক্রবার ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫২ ডলার বা ২ দশমিক শূন্য ৯ শতাংশ কমে ৭১ দশমিক শূন্য ৪ ডলারে নেমে আসে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ দশমিক ৪৫ শতাংশ কমে ৬৭ দশমিক শূন্য ২ ডলারে দাঁড়িয়েছে।
গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ এবং WTI-এর দাম প্রায় ৫ শতাংশ হ্রাস পেয়েছে। চীনের তেল শোধনাগারগুলোর প্রক্রিয়াকরণের হার অক্টোবর মাসে এক বছর আগের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ কমে গেছে। এতে দেখা যাচ্ছে যে ছোট শোধনাগারগুলো অপারেটিং হার হ্রাস করছে।
চীনের কারখানার উৎপাদন প্রবৃদ্ধি গত মাসে ধীর হয়েছে। তাছাড়া প্রোপার্টি সেক্টরেও সমস্যা কাটেনি। ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন করে বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তিনি আমদানির ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারেন, যা তার পূর্ববর্তী প্রশাসনের চেয়ে বেশি।
বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস অর্থনীতির বিভিন্ন স্তরে প্রভাব ফেলতে পারে। চীনের তেলের চাহিদা কমা এবং যুক্তরাষ্ট্রে সুদের হার নিয়ে চলমান অনিশ্চয়তা বাজারকে আরও চাপে ফেলছে। বিনিয়োগকারীরা এখন পরবর্তী ঘটনাগুলোর দিকে তাকিয়ে আছে, যা বাজারের গতিপ্রকৃতি নির্ধারণ করবে।
অনলাইন ডেস্ক