পূর্ব বিরোধের জের ধরে হবিগঞ্জে ছুরিকাঘাতে মোছাঃ পান্না আক্তারের মৃত্যু। র্যাবের অভিযানে ঢাকা থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেফতার। ২৬ অক্টোবরের হত্যা মামলার আসামি মোঃ মান্না মিয়াকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। নিহতের বোনের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
গত ২৪ অক্টোবর সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানাধীন লস্করপুর এলাকায় পূর্ব বিরোধের জেরে পান্না আক্তার (৩৬) ও মান্না মিয়ার মধ্যে তর্ক-বিতর্ক হয়। তর্কের এক পর্যায়ে পান্না আক্তার ও তার বান্ধবী লাকী আক্তার মান্না মিয়াকে লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করেন। পালানোর সময় মান্না তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পান্না আক্তারকে আঘাত করে। স্থানীয়রা আহত পান্না আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পান্না আক্তার মারা যান। তার বোন বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার প্রধান আসামি মোঃ মান্না মিয়া (২৫), শায়েস্তাগঞ্জ থানার পূর্ব লেঞ্জাপাড়া গ্রামের বাসিন্দা। র্যাব-৯ এবং র্যাব-৪ এর যৌথ অভিযানে ১৬ নভেম্বর ঢাকার সাভারের ঝাউচর বাজার এলাকা থেকে মান্নাকে গ্রেফতার করা হয়। তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল নিশ্চিত করেন যে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।
এই গ্রেফতারের মাধ্যমে হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পুনরায় প্রমাণিত হলো অপরাধীরা আইনের আওতার বাইরে থাকতে পারে না। র্যাবের অভিযান দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে প্রশংসিত হচ্ছে।