দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দু’দিন ধরে বিরাজ করছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সোমবার (২৫শে নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবারও এখানে একই রকম তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‘চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শ্রীমঙ্গলে। তিনি বলেন, ‘নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এখানে কিছুটা বেশি শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচুর শীত অনুভূত হচ্ছে। সকালবেলা কুয়াশা পড়ছে। একইসঙ্গে বইছে হিমেল বাতাস।

তবে অতি শীঘ্রই জেঁকে বসবে শীত। আগামি তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

এদিকে তাপমাত্রা কমার সঙ্গে সর্দি-কাশি, অ্যাজমাসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম ভূইয়া বলেন, ‘খুব বেশি প্রয়োজন ছাড়া চলতি আবহাওয়ার সময় শিশু ও বয়স্করা ঘর থেকে বের না হওয়াই উত্তম। বিশেষ প্রয়োজনে বের হতে হলে অবশ্যই গরম কাপড় পরতে হবে।’

এছাড়া ধুলাবালি থেকে রেহাই পেতে মাস্ক ব্যবহারের ওপর জোর দেন তিনি। সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে প্রচুর রোগী চিকিৎসা নিচ্ছে বলেও জানান তিনি। ঠান্ডাজনিত রোগে রোগিদের সংখ্যা ক্রমাগত বাড়তে পারে বলে জানান।

 

 

 

 

তিমির বনিক, মৌলভীবাজার 

সম্পর্কিত নিউজ

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী পর্যবেক্ষক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২ থেকে ৩ দিন…

আরও পড়ুন
কুলাউড়ায় আগর কাঠ বোঝাই ট্রাক আটক

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে পরিবহনের সময় আগর কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ। রোববার (২২শে ডিসেম্বর) রাত ১১ টায় কাঠ বোঝাই গাড়ীটি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

কর্ণফুলীতে এম মাঈনউদ্দীন সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত

কর্ণফুলীতে এম মাঈনউদ্দীন সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত

নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

কুলাউড়ায় আগর কাঠ বোঝাই ট্রাক আটক

কুলাউড়ায় আগর কাঠ বোঝাই ট্রাক আটক

তুরাব হত্যা মামলায় আটক কুলাউড়ার সাবেক এএসপি দস্তগীরের বিরুদ্ধে অভিযোগের ঝুঁড়ি

তুরাব হত্যা মামলায় আটক কুলাউড়ার সাবেক এএসপি দস্তগীরের বিরুদ্ধে অভিযোগের ঝুঁড়ি

গাজীপুরে হিল্লা বিয়ে প্রসঙ্গে সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

গাজীপুরে হিল্লা বিয়ে প্রসঙ্গে সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার