গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেটের একটি আভিযানিক দল গতকাল (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭হাজার ৫শ ৫০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ২ জন আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, মৌলভীবাজার জেলার রাজনগর থানার বুঝবন গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র মোঃ বুলবুল আহমেদ (৫০) ও একই গ্রামের মৃত রুবেল আহমেদের কন্যা শোভা আক্তার (২২)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বুলবুল আহমেদ