বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারত ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী। তিনি শুক্রবার গোলাপগঞ্জে এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেন।
স্বৈরাচারী সরকার ও তাদের বিদেশি দোসরদের ষড়যন্ত্র রুখতে দেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেন নিপুণ রায় চৌধুরী। তিনি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় নিপুণ রায় চৌধুরী অভিযোগ করেন, “ভারত স্বৈরাচারী হাসিনার দালালদের উস্কানি দিয়ে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে।” তিনি বলেন, “আমাদের দেশ বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতির শান্তিপূর্ণ দেশ। কিন্তু ক্ষমতায় থাকার লোভে বর্তমান সরকার দাঙ্গা বাধিয়ে বিদেশি সহায়তায় ক্ষমতা ধরে রাখতে চায়।”
সভায় প্রধান বক্তা সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেন, “শেখ হাসিনার সরকার পতনের পর দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে।” তিনি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। প্রতিবাদ সভার শুরুতে বিএনপি নেতৃবৃন্দ শ্রী চৈতন্য দেবের মন্দির পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মন্দির উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা আন্দোলন ও গণসংযোগের মাধ্যমে দেশের মানুষের মন জয় করার আহ্বান জানান। সভায় জানানো হয়, গোলাপগঞ্জে জুলাই-আগস্টের আন্দোলনে ৭ জন মানুষ শহিদ হয়েছেন, যা জাতি আজীবন স্মরণে রাখবে।
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশের মানুষ ঐক্যবদ্ধ। বিএনপি নেতৃবৃন্দ তাদের আন্দোলন ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে দেশের ভবিষ্যৎ নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
বুলবুল আহমেদ