ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অজ্ঞাত ট্রাক চাপায় শাওন(২৫) ও তাজিম(২০) নামের দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত দুই দিনে চার বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ভাঙ্গায় মহাসড়ক যেন মৃত্যু কুপে পরিণত হয়েছে। এমন মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে সোমবার রাত ৯ টায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের সীমান্তবর্তী এলাকা নাগারদিয়া নামক স্থানে।
নিহতরা হচ্ছে- নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের আশফরদি গ্রামের হাবিব সরদারের ছেলে তাজিম সরদার, সে দশম শ্রেণীর ছাত্র ছিল, আরেক বন্ধু শাওন সে ভাঙ্গা উপজেলার পশ্চিম আলগি গ্রামের মরহুম সেন্টু মাতুব্বরের ছেলে। গুরুতর আহত বন্ধু ভাঙ্গা উপজেলার বরদিয়া গ্রামের লিটু শেখের ছেলে খালিদ শেখ(১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, মুনসুরাবাদ এলাকা থেকে এরা তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে পেট্রোল কেনার জন্য জয়বাংলা পেট্রোল পাম্পে যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে তাজিম সরদার নিহত হন, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শাওন ও খালিদকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শাওন মাতুব্বরও মারা যান। খালিদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
গত একদিন আগেও মোটরসাইকেল দুর্ঘটনায় অন্য দুই বন্ধু নিহত হয়েছেন দুইদিনে চারজন নিহত হন। ভাঙ্গার মহাসড়কগুলো যেন মৃত্যু কুপে পরিণত হয়েছে বলে ভাঙ্গাবাসিরা মন্তব্য করেন। এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অজ্ঞাত গাড়ির চাপায় একজন নিহতর খবর পেয়েছি গুরুতর আহত দুজন, তবে আরেকজন মৃত্যুর খবর এখনো পাই নাই।
মো:পারভেজ শেখ, ভাঙ্গা, ফরিদপুর