মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) সকালে শহরের থানার মোড় এলাকা থেকে বিজয় র্যালি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন শেষে আবার একই যায়গায় গিয়ে শেষ হয়। এ সময় ছাত্ররা বিজয় দিবস উপলক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকে।
বিজয় র্যালিতে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার আহবায়ক মামুনুর রহমান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক আশরাফুল আলম,সদস্য সচিব শাহরিয়ার সায়েম, যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, ফারহান ফুয়াদ তুহিন,নিয়াজ মোর্শেদ জিতু,নাহিম আহম্মেদ নিলয় সহ জুলাই বিপ্লবের অন্যান্য সহযোদ্ধারা।
এফ এম সিফাত হাসান, শেরপুর