সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় আজ বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটি সদস্য রঙ্গারচর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, পরিবেশ রক্ষা আন্দোলন সুনামগঞ্জ এর সভাপতি এ.কে.এম আবু নাছার ।
আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নাইন্দার ও কালনার হাওরের সবকয়টি ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মো: সাদ্দাম হোসেন, সুরমা ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশীদ, দৈনিক ইত্তেফাক ও নিউজ২৪ টেলিভিশনের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উপ-সহকারী প্রকৌশলী মো:সাদ্দাম হোসেন জানান, দোয়ারাবাজার উপজেলায় এবার ৪৭টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) অনুকূলে ৭ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ হয়েছে। বরাদ্দকৃত অর্থের মধ্যে প্রতিটি পিআইসিকে কাজ শুরু করার জন্য অগ্রিম শতকরা ২৫ ভাগ টাকা প্রদান করা হবে।
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)