দেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমো ভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। সানজিদা আক্তার (৩০) নামের এক নারী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সানজিদা আক্তার। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এইচএমপিভি ছাড়াও তিনি একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে এইচএমপিভি-তে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
সানজিদা আক্তারের শরীরে হিউম্যান মেটানিউমো ভাইরাস শনাক্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যায়। চিকিৎসকদের মতে, ভাইরাসটি তার জটিল শারীরিক অবস্থাকে আরও তীব্র করে তুলেছিল।
সংক্রামক ব্যাধি হাসপাতালের বিশেষজ্ঞরা জানান, রোগীর ফুসফুসে সংক্রমণসহ শ্বাসযন্ত্রের জটিলতা বৃদ্ধি পায়। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, “দেশে এইচএমপিভি সংক্রমণ নতুন হলেও এটি অনেক গুরুতর শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এই ভাইরাস নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
হিউম্যান মেটানিউমো ভাইরাস মূলত শ্বাসযন্ত্রে আক্রমণ করে এবং বিশেষত শিশু ও বয়স্কদের মধ্যে এই ভাইরাস বেশি বিপজ্জনক। জ্বর, কাশি, শ্বাসকষ্ট এবং গলা ব্যথা এর সাধারণ লক্ষণ। এই ভাইরাস থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
সানজিদা আক্তারের মৃত্যু হিউম্যান মেটানিউমো ভাইরাসের বিপজ্জনক প্রভাব সম্পর্কে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। দেশের জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা।
অনলাইন ডেস্ক