বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (২ জুলাই) পরিচালনা পর্ষদের সবশেষ সভায় সাবেক ক্রিকেটার তারেক আজিজ, রাজিন সালেহ এবং তুষার ইমরানকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজিন ও তুষার ব্যাটিং কোচ এবং তারেক পেস বোলিং কোচের দায়িত্বে থাকবেন।
রাজিন সালেহর সঙ্গে বিসিবি তিন মাসের চুক্তি করেছে। প্রতিদিন সাড়ে ৭ হাজার টাকা বেতনে তিনি দায়িত্ব পালন করবেন। রাজশাহীতে বিসিবি হাই-পারফরম্যান্স (এইচপি) বিভাগে ইতোমধ্যে কাজ করছেন রাজিন। আসন্ন অস্ট্রেলিয়া সফরে এইচপি দলের সঙ্গে থাকবেন তিনি।
তুষার ইমরান এবং তারেক আজিজের সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে বিসিবির। মাসিক বেতন ১ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে দুজনেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাদিফ চৌধুরীকে বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ৩৭ বছর বয়সী নাদিফ প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নতুন পদক্ষেপে দেশের ক্রিকেটের কোচিং প্যানেল আরও শক্তিশালী হবে। সাবেক ক্রিকেটারদের নিয়োগের মাধ্যমে তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ ও উন্নয়নে বড় ভূমিকা রাখার আশা করছে বিসিবি।
ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪