নবীগঞ্জে নিরীহ পরিবারের সংবাদ সম্মেলন, জীবনের নিরাপত্তার দাবি
প্রতিবেদন: বুলবুল আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে সুহেনা বেগম (৩৫) নামে এক নিরীহ নারী এবং তার পরিবার প্রভাবশালী প্রতিপক্ষের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। ব্যবসায়িক ৫০ হাজার টাকা ফেরত চাওয়ায় এবং সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দায়েরের পর প্রতিপক্ষ সুহেনা এবং তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে একঘরে করে রেখেছে। তারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছে।
সুন্দরগঞ্জের ফাইলগাঁও গ্রামের সুহেনা বেগম ২০২৪ সালের জুলাই মাসে নবীগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পে ৫০ হাজার টাকা ফেরত চাওয়ার অভিযোগ দায়ের করেন। তবে প্রতিপক্ষ কিছু টাকা পরিশোধ করলেও অবশিষ্ট ২০ হাজার টাকা না দিয়ে পরিবারটিকে নির্যাতন চালিয়ে যাচ্ছে।
প্রতিপক্ষের হুমকির মধ্যে সেনাবাহিনীর মধ্যস্থতায় নবীগঞ্জ থানার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও প্রতিপক্ষ উত্তেজিত হয়ে সুহেনা এবং তার স্বামীকে নির্যাতনের হুমকি দেয়। ৩ অক্টোবর, ২০২৪ সালে সুহেনার স্বামী নুরুল হককে কাজিরবাজার এলাকায় মারধর করে রাস্তায় ফেলে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরবর্তীতে, প্রভাবশালী মহলের কুচক্রী চক্রান্তের ফলে পরিবারটি এলাকায় নিষিদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাদের পরিবারের জীবন রক্ষার্থে নিরাপত্তার দাবিতে বুধবার (১৬ অক্টোবর) ২০২৪ সালে নবীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেন সুহেনা বেগম।
নবীগঞ্জের নিরীহ পরিবারটির উপর চলমান নির্যাতন ও প্রাণনাশের হুমকি তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায়বিচার তাদের জীবনের স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পারে বলে সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়।