৮ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের সাথে জেলায় কর্মরত সকল সাংবাদিদের এক পরিচিতি ও মবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় শেরপুর জেলা কে নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ব্যক্ত করেছেন নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলাম।
রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মবিনিময় সভায় এক সব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেরপুরবাসি জেলা পুলিশকে সহায়তা করবে এবং আমরা আইনশৃঙ্খলাসহ অন্যান্য অর্পিত দায়িত্ব একসাথে সমন্বয়ের মাধ্যমে সকল সমস্যার সমাধান করে শেরপুরকে একটি সুন্দর, সাবলীল এবং নিরাপদ ও মডেল জেলা হিসেবে রূপান্তর করতে চাই।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম পিপিএম (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), গোয়েন্দা বিভাগের ডিআই-১ আবিদুর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। মত বিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সাংবাদিক নেতারা বলেন, বিগত ১৭ বছর আওয়ামী স্বৈরশাসকের সময় পুলিশ প্রকৃত জনগণের বন্ধু হিসেবে কাজ করতে পারেনি। এছাড়া অসংখ্য নিরীহ সাংবাদিকদের ওপর নানা হয়রানি চালানো হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশ যেন জনগণের প্রকৃত বন্ধু হিসেবে কাজ করে এবং সাংবাদিকদের সাথে সার্বিক সহযোগিতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলাসহ সকল উন্নয়ন কাজে সম্পৃক্ত থাকবে। সেই সাথে কোন রাজনৈতিক বলয়ে আবদ্ধ না থেকে নিরপেক্ষভাবে পুলিশের ভূমিকা আশা ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দরা।
এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি