অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় র্যাব-৯ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে ১৬ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের এর একটি আভিযানিক দল গত (১৮ সেপ্টেম্বর) ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক ২টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা উদ্ধারপূর্বক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার চরনূর আহমদ গ্রামের মো: মোকসুদ আলীর পুত্র মোঃ আইয়ুব আলী (৩২) ও নেত্রকোনা জেলার আটপাড়া থানার দেওশ্রী গ্রামের মৃত মোকসুদ আলীর পুত্র মোঃ আব্দুল করিম (৪৫), পিতা- মৃতঃ মোকসুদ আলী, সাং- দেওশ্রী, থানা- আটপাড়া, জেলা-নেত্রকোনা। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বুলবুল আহমেদ, নবীগঞ্জ, হবিগঞ্জ