কর্ণফুলী উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক এসএম মামুন মিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের দ্রুত দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতাকর্মীরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নকল্পে এবং কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এসএম মামুন মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
বক্তারা বলেন, নব্বই দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের দক্ষিণ জেলার অন্যতম সংগঠক এস এম মামুন মিয়া বিগত চল্লিশ বছর ধরে আনোয়ারা কর্ণফুলীর প্রত্যেক বিএনপির নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন। আওয়ামী লীগের আমলে যিনি কর্মীদের খোঁজ খবর নিতে গিয়ে মিথ্যা মামলার আসামি হয়েছে। মামুন মিয়া কর্ণফুলী হৃদয়ে থাকবে। এবং ষড়যন্ত্রকারীরা যে নোংরা খেলা শুরু করেছেন তাদের দাঁত ভাঙা দিতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। দ্রুত মামুন মিয়ার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কর্ণফুলী উপজেলা শিকলবাহা ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে আলোচনা সভায়।
মনছুর আলম (মুরাদ) কর্ণফুলী