নবীগঞ্জের আউশকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গরু ভর্তি ট্রাক ডাকাতি হয়েছে। পুলিশ ও স্থানীয় জনতা মিলে মাত্র ৩ ঘণ্টার মধ্যে ৪ ডাকাতকে গ্রেফতার করে এবং মালামাল উদ্ধার করে। গতকাল (১ অক্টোবর) নবীগঞ্জের মডেল বাজার এলাকায় একদল ডাকাত ৩৯টি গরু সহ একটি ট্রাক ডাকাতি করে। নবীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় ডাকাতদের গ্রেফতার এবং ডাকাতির সব মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জের মডেল বাজার এলাকায় একটি গরু ভর্তি ট্রাক গতকাল রাতে ডাকাতির শিকার হয়। ১২-১৩ জন ডাকাত দুটি মোটরসাইকেল ও একটি সাদা রঙের নোহা গাড়ি নিয়ে ট্রাকের চালক, হেলপার, এবং গরুর মালিকদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মারধর করে। ডাকাতরা ট্রাকের গরু নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে, গোপলার বাজারে টহলরত পুলিশ এবং স্থানীয় জনতা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাতদের নোহা গাড়িটি আটক করে। পুলিশ ঘটনাস্থলে এসে ৪ ডাকাতকে গ্রেফতার করে এবং ডাকাতি হওয়া গরু, ট্রাক এবং মোবাইল ফোনসহ নগদ অর্থ উদ্ধার করে।
গরু ব্যবসায়ী এনায়েতুল এনাতুল বেপারী কিশোরগঞ্জ যাওয়ার পথে ৩৯টি গরু নিয়ে ঢাকা মেট্রো (ট ১৮-১১১৫) ট্রাকে সিলেট থেকে যাত্রা শুরু করেন। পথিমধ্যে নবীগঞ্জের আউশকান্দি এলাকায় ডাকাতরা হামলা চালায়। নোহা গাড়িতে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা এবং পুলিশ মিলে তাদের আটক করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে লাইভ হওয়ার পর কয়েক হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হন এবং উত্তেজিত জনতা ডাকাতদের গাড়ি ভাঙচুর করে।
নবীগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকার ফলে দ্রুত ডাকাতদের গ্রেফতার এবং মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন ডাকাতদের গ্রেফতার নিশ্চিত করেছেন। মামলা দায়েরের পর আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে, এবং ঘটনার তদন্ত চলমান।
বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)