বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ অক্টোবর) বেলা ১০ টায় মঠবাড়িয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় এবং বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ুন কবির ফ্রি মেডিকেল সেবার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন ফারুক,মোঃ জসিম উদ্দিন ফারাজি,উপজেলা যুবদলের সাবেক সভাপতি এ কে এম নিজামুল কবির মিরাজ,মোঃ কামরুজ্জামান মনির,মোঃ আহসানুল হক সোহেল,মোঃমিরাজ খান,মোঃ মিজানুর রহমান,মোঃ রিপন মুন্সি,মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখন দেশের বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ তাদের দোসররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় উপজেলা যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল সেবায় উপজেলার দুটি বেসরকারি হাসপাতাল কর্তৃক সেবা প্রদান করা হয়।এ সময় কর্তব্যরত ডাক্তারগন বলেন এমন মহুতি কাজে অংশগ্রহণ করতে পেরে আমাদের যথেষ্ট ভালো লেগেছে।এখানে আমরা অধিকাংশই মেডিসিনের রোগীদের দেখছি এবং যথাসাধ্য চিকিৎসাপত্র অনুযায়ী ওষুধ বিতরণের চেষ্টা করেছি।
তানভীর মেহেদী, নিজস্ব সংবাদদাতা