বাংলাদেশ কারিগরি টেক্সটাইল বিপ্লবী ছাত্র ফ্রন্ট এর উদ্যোগে ৬ দফা দাবিতে জামালপুরের মাদারগঞ্জের শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা পদযাত্রা ও সমাবেশ করেছে। রোববার শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা পদযাত্রা শেষে মাদারগঞ্জ প্রেসক্লাবের সম্মুখে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন চতুর্থ পর্বের শিক্ষার্থী শফিকুর রহমান, মনোয়ার হোসেন, তামজিদা সিদ্দিকা, দ্বিতীয় পর্বের শিক্ষার্থী আতিকা জান্নাত, মৌশিন জাহান প্রমুখ।
শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে আছে বস্ত্র অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন সকল প্রতিষ্ঠানের জন্য সমন্বিত নিয়োগবিধি কার্যকর করা, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত করা টেক্সটাইল বিষয়ে কারিগরি শিক্ষা অর্জনকারী যোগ্য শিক্ষকদের নিয়োগ প্রদান করে শিক্ষক সংকট নিরসন, সরকারি ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সাথে ইনস্টিটিউট সমূহের সমন্বয় করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা পালন করা, ডিপ্লোমা কোর্স স্ট্রাকচার অনুযায়ী ব্যবহারিক ক্লাসগুলো সঠিকভাবে নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও অতি দ্রুত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের বাইরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে দুর্নীতিগ্রস্ত শিক্ষক এবং কর্মকর্তাদের আইনের আওতায় নিয়ে আসা।
এম আর সাইফুল মাদারগঞ্জ (জামালপুর)