সিলেট র্যাব-৯ এর বিশেষ অভিযানে শাহপরান থানার একাধিক মামলার পলাতক আসামি ‘শুটার’ আনসার আহম্মদ রাহুলসহ দুইজন গ্রেফতার। সন্ত্রাস দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আজ বুধবার (৬ নভেম্বর) দুপুরে সিলেটের ওসমানীনগরের বড় হাজিপুর এলাকায় সিলেট র্যাব-৯ এর অভিযানিক দল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন সিলেটের কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
গোপন সংবাদের ভিত্তিতে সিলেট র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি অভিযানিক দল আজ বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে ওসমানীনগরের বড় হাজিপুর গ্রামে মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় সিলেটের শাহপরান থানায় দায়েরকৃত একটি মামলার (এফআইআর নং-১৫/২১২, পেনাল কোড ১৮৬০ এর ধারা ১৪৩/৩৪১/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮৫/৫০৬) দুই পলাতক আসামি আনসার আহম্মদ রাহুল (৩০) ও মোঃ আমিনুল ইসলাম নাঈম (২৩) কে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃত আনসার আহম্মদ রাহুল, ইসলামপুর কলোনী মেজরটিলা গ্রামের বাসিন্দা, একজন কুখ্যাত সন্ত্রাসী এবং পরিচিত ‘শুটার’। তার বিরুদ্ধে শাহপরান থানায় একাধিক মামলা রয়েছে, যা সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। অভিযানে ধরা পড়া অপর আসামি মোঃ আমিনুল ইসলাম নাঈমও সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের পর আসামীদ্বয়কে এসএমপি সিলেট শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর চলমান অভিযান ও গোয়েন্দা কার্যক্রম সিলেট অঞ্চলের সন্ত্রাসী কার্যক্রম রোধে ভূমিকা রাখছে। এ বিষয়ে র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল জানান, অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার নিশ্চিত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বুলবুল আহমেদ