চীনের ইয়িংশি প্রদেশের একটি কারিগরি স্কুলে ২১ বছরের ছাত্রের ছুরিকাঘাতে ৮ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজিতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হামলাকারীকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
রয়টার্সের বরাতে জানা যায়, অভিযুক্ত ছাত্রটি এ বছর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় ফেল করায় ক্ষুব্ধ হয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ জানিয়েছে, হামলায় নিহত ৮ জনের পরিচয় প্রকাশ করা হয়নি। আহত ১৭ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চীনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ছুরি নিয়ে সহিংসতার ঘটনা তুলনামূলক বেশি ঘটে। যদিও একসঙ্গে এত বড় প্রাণহানির ঘটনা বিরল।
গত অক্টোবর মাসে শাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরিকাঘাতে ৩ জন নিহত হন। এর আগেও বিভিন্ন প্রদেশে ছুরি হামলার ঘটনা ঘটেছে, যা সামাজিক উদ্বেগ সৃষ্টি করেছে।
হামলার পেছনে ব্যক্তিগত হতাশা ও মানসিক অস্থিরতা কাজ করেছে বলে মনে করছেন তদন্তকারীরা। স্থানীয় প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। সংশ্লিষ্ট স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। অনেকেই স্কুল ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
চীনের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউটের মর্মান্তিক ছুরিকাঘাতের ঘটনা দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। এমন সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।