ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৮ জন আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষায় দায়িত্বে সর্বদা অগ্রনী ও কার্যকরী ভূমিকা পালন করে আসছে। সমসাময়িক প্রেক্ষাপটে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার (১৯শে নভেম্বর) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় নিয়মিত পরিচালনাকালীন আনুমানিক সকাল ৭টায় ০২ জন (পুরুষ) ব্যক্তিকে সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শূন্য রেখা হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুরগুল নামক স্থান হতে আটক করেন। আটককৃত ব্যক্তিরা মোঃ মোহাবব্বত আলী হাওলাদার (৬৫), পিতা-মৃত মোহাম্মাদ হাওলাদার, গ্রাম-চালিতাবুনিয়া, ডাকঘর-বগিবন্দর, থানা-শরণকুলা, জেলা-বাগেরহাট। মোঃ রবিউল হাওলাদার (১৯), পিতা-মোঃ মোহাবব্বত আলী হাওলাদার, গ্রাম-চালিতাবুনিয়া, ডাকঘর-বগিবন্দর, থানা-শরণকুলা, জেলা-বাগেরহাট।

আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের তথ্যমতে আরও ৬ জন (পুরুষ) অবৈধ অনুপ্রবেশকারীদের স্থানীয় জনসাধারণের সহযোগিতায় কচুরগুল এলাকায় অবস্থিত চা বাগানে দীর্ঘ সময় তল্লাশী অভিযান পরিচালনা করে চা বাগানের ভিতর হতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো, মোঃ সেলিম মিয়া (৪০), পিতা-মৃত মুরাদ আলী, গ্রাম-ধর্মগঞ্জ, ডাকঘর-এনায়েতপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। মোঃ মহিম (২৬), পিতা-মৃত নান্নু আকন, গ্রাম-কুলাইর চর, ডাকঘর-কাঠালিয়া, থানা-আমতলী, জেলা-বরগুনা। মোঃ রাশেদ ইসলাম (৩৪), পিতা-মৃত বুলু প্রমাণিক, গ্রাম-আমতলি, ডাকঘর-হাটফুলবাড়ী, থানা-সরিয়াকান্দি, জেলা-বগুড়া। মোঃ আবু নাঈম (২৪), পিতা-আনোয়ার হোসেন, গ্রাম-বুলাইল শান্তিনগর, ডাকঘর-ফতুল্লা, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ। মোঃ মামুন (২৮), পিতা-নুর উদ্দিন, গ্রাম-দিঘর কল্লা, ডাকঘর-নেয়ামতপুর, থানা-করিমগঞ্জ, জেলা-কিশোরগঞ্জ। মোঃ আশরাফুল ইসলাম (৩৫),পিতা-ফুটু ঘোস, গ্রাম-হরিনগর তাতিপাড়া, ডাকঘর-রাণীহাটি, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাইনবাবগঞ্জ।

জানা যায় যে, আটককৃত ৮ জন ব্যক্তির মধ্যে ৬ জন গত ১ বছর পূর্বে দালালের সহায়তায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে এবং ভারতে অবৈধভাবে বসবাস করছিল এবং অন্য ২ জন ব্যক্তি গত ১৬ই নভেম্বর অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। ভারত হতে পুনরায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি’র টহলদল এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদেরকে আটক করা হয়। উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদের পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধির সাথে মোবাইলে কথা বলে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

বিজিবি বিয়ানীবাজার ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান বলেন, ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জুড়ী থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। মৌলভীবাজারের জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল আলম ভূইয়া সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দায়ের করে আসামিদের মৌলভীবাজার জেলহাজতে পাঠানোর প্রস্তুতুি সম্পন্ন হয়েছে।

 

 

 

 

 

তিমির বনিক, মৌলভীবাজার 

সম্পর্কিত নিউজ

কর্ণফুলীতে এম মাঈনউদ্দীন সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত

দূযোগও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয় কতৃক পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থাঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি)র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত হয়ে ২০২৪ সালের সম্মাননা পুরষ্কার পেয়েছেন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি…

আরও পড়ুন
নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচির আয়োজনে বাগেরহাট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘Enhancing Safe Drinking Water Security and Climate Resilience through Rainwater Harvesting’ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

কর্ণফুলীতে এম মাঈনউদ্দীন সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত

কর্ণফুলীতে এম মাঈনউদ্দীন সিপিপি’র শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত

নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

কুলাউড়ায় আগর কাঠ বোঝাই ট্রাক আটক

কুলাউড়ায় আগর কাঠ বোঝাই ট্রাক আটক

তুরাব হত্যা মামলায় আটক কুলাউড়ার সাবেক এএসপি দস্তগীরের বিরুদ্ধে অভিযোগের ঝুঁড়ি

তুরাব হত্যা মামলায় আটক কুলাউড়ার সাবেক এএসপি দস্তগীরের বিরুদ্ধে অভিযোগের ঝুঁড়ি

গাজীপুরে হিল্লা বিয়ে প্রসঙ্গে সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

গাজীপুরে হিল্লা বিয়ে প্রসঙ্গে সংবাদ ভাইরাল হওয়ায় দুই সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার