আমাদেরকে দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে হবে: ড. ফরিদুল ইসলাম

ব্যাক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সবার আগে দেশ, দেশের জন্য আমরা কাজ করব। আগামী প্রজন্ম গর্ব করে বলতে পারবে যে, আমরা তাদের জন্য ভালো কিছু করেছি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুনভাবে গঠন করার এখনই সঠিক সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসতে হবে। আমাদেরকে দেশ ও মানুষের স্বার্থে কাজ করতে হবে

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে দিগরাজ বাজার মন্দির মাঠ চত্বরে বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে বসবাস করব। জনগণ মনে করে- গত ৫ আগস্ট ছাত্র-জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয়বারের মতো এই দেশ স্বাধীন হয়েছে। গণহত্যা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না, কেউ অপকর্ম করলে তার দায় বিএনপি নেবে না।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন সম্প্রতির সাথে বসবাস করে আসছে।আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মানুষ হিসেবে এই দেশে জন্মগ্রহণ করেছি। এ দেশ আমাদের সবার। আমরা সবাই মিলে এ দেশকে গড়ব। কোনো অপশক্তির ষড়যন্ত্রে সম্প্রতি বিনষ্ট করে দেশের অগ্রগতি থামানো যাবে না। আমরা সবাই ঐক্য থেকে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলে সুন্দর একটি দেশ গড়ে তুলবো।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে স্পষ্ট বার্তা দিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগ আর শতসহস্র নেতাকর্মীর আত্মত্যাগের বিনিময়ে বিএনপি জনগণের আস্থা ও বিশ্বাসের যে জায়গায় পৌঁছেছে, কতিপয় বিপথগামীর হঠকারিতায় তা বিনষ্ট হতে দেওয়া হবে না। এ বিষয়ে দল আপসহীন। দুষ্কৃতকারী কোনো দলের না। আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সম্প্রীতির মাধ্যমেই এলাকায় স্থায়ী শান্তি সম্ভব। মিলেমিশে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকলে উন্নয়ন হবে। মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। হিংসা-হানাহানি আর নয়।

বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক পঙ্কজ বিশ্বাস এর সভাপতিত্বে এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট’র বাগেরহাট জেলা সদস্য সচিব শিমুল চন্দ্র রায়, মোংলা উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, বিএনপি নেতা আবু হোসেন পনি, বাবলু ভুইয়া, রনি বাবুল, সফরুল হায়দার সুজন, আঃ রাজ্জাক, যুবদল নেতা এম এ কাশেম, খালিদ মাহমুদ সোহাগ, যুবনেতা সেলিম রেজা, বাইজিদ বোস্তামি রাব্বি, মোল্যা কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, মাহবুব হোসেন, মোঃ জসিম খান, রামপাল উপজেলা বিএনপির নেতা আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দল নেতা কাজী ওজিয়ার রহমান, জাহিদুল ইসলাম, সহ সমাবেশে হিন্দু, মুসললিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট)

সম্পর্কিত নিউজ

পিতা হত্যা মামলার আসামি ‘নোমান’ গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যা মামলার আসামি ছেলে নোমান হোসেনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৯,সিলেট এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া…

আরও পড়ুন
মৌলভীবাজারে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্ভোধন

মৌলভীবাজারের জুড়ীতে ২০২৪-২৫ইং অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ধান সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) বিকেলে…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোতে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

পিতা হত্যা মামলার আসামি ‘নোমান’ গ্রেপ্তার

পিতা হত্যা মামলার আসামি ‘নোমান’ গ্রেপ্তার

মৌলভীবাজারে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্ভোধন

মৌলভীবাজারে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্ভোধন

মৌলভীবাজারে জামায়াতের বিশাল প্রচার মিছিল

মৌলভীবাজারে জামায়াতের বিশাল প্রচার মিছিল

দোয়ারাবাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল ও খাবার প্রদান

দোয়ারাবাজারে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল ও খাবার প্রদান

টিউলিপ সিদ্দিক ও পরিবারের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগ তদন্তের মুখে

টিউলিপ সিদ্দিক ও পরিবারের বিরুদ্ধে ৪০০ কোটি পাউন্ড ঘুষ নেয়ার অভিযোগ তদন্তের মুখে