শিক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ, ৭ শিক্ষক বহিষ্কার

বরগুনায় চলতি বছরের এইচএসসি দারুল উলুম নেছারিয়া কামিল (আলিয়া) মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে ৮০ জন শিক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বরগুনা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শামীম মিঞা জানান, বৃহস্পতিবার অভিযুক্ত ওই সাত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া শিক্ষকরা হলেন বদরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফ আলী, কেওড়াবুনিয়া ইসহাকিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, পূর্ব গুদিঘাটা কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সগির হোসাইন ও সহকারী অধ্যাপক বেলাল হোসাইন এবং চরকগাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক বেলাল হোসেন, খাকবুনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ ইসমাইল এবং কেওড়াবুনিয়া ইসহাকিয়া মাদ্রাসার অধ্যাপক মিজানুর রহমান। তারা দারুল উলুম নেছারিয়া কামিল (আলিয়া) মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের তিনটি হলে দায়িত্ব পালন করছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সদরের আলিয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের ৬, ৭ ও ৯ নম্বর হলে ৮০জন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য নৈর্ব্যত্তিকের কোড পরিবর্তন করে প্রশ্নপত্র দিয়েছিলেন ওই সাত শিক্ষক। এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। অনিয়মের প্রমাণ পেয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হল সুপারকে নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে তাদের বহিষ্কার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে সহকারী কমিশনার (এসিল্যান্ড) তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম।

বরগুনা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শামীম মিঞা বলেন, তথ্য পেয়ে তিনটি কক্ষের সাত শিক্ষকের অনিয়মের প্রমাণ পেয়েছি এবং তাদের বহিষ্কারের নির্দেশ দিয়েছি। এরপর তাদের স্থায়ীভাবে বহিষ্কার করেন হল সচিব।

বরগুনার দারুল উলুম নেছারিয়া কামিল (আলিয়া) মাদ্রাসার হল সুপার ও অধ্যক্ষ মুহা. মামুনুর রশিদ বলেন, আদেশ পেয়ে তাদের বহিস্কার করেছি। চাকরি জীবনে তারা আর কোনোদিন পরীক্ষার হলে দায়িত্ব পালন করতে পারবেন না।

অনৈতিক সুবিধা নেওয়া শিক্ষার্থীদের বিষয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি, জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে বরগুনা সদর এসিল্যান্ডকে তদন্তের নির্দেশ দিয়েছি। হল সচিবের কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো: সৌরব

সম্পর্কিত নিউজ

সিলেট মেট্রোর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৯

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক বুধবার (২৩ অক্টোবর) সন্ধা ৭টা ৩০ মিনিটের সময় সিলেট কোতয়ালী থানার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী থানায় গত ২৬ আগষ্ট একটি…

আরও পড়ুন
মৌলভীবাজারে বিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাৎ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মো: আলাল আহমদের মাধ্যমে তার বন্ধু রিপন দত্তের স্ত্রী অর্পিতা সেন ও ভাতিজা মাহবুব আলী হৃদয়কে মাল্টা/পোল্যান্ড /ইতালি রাষ্ট্রে পাঠানোর নামে ৫…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

সিলেট মেট্রোর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৯

সিলেট মেট্রোর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ’কে গ্রেফতার করেছে র‌্যাব-৯

মৌলভীবাজারে বিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাৎ

মৌলভীবাজারে বিদেশ পাঠানোর নামে ৫ লাখ টাকা আত্মসাৎ

নবীগঞ্জে একটি পরিবারকে সমাজচ্যুত করেছে গ্রামের মাতব্বররা! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ

নবীগঞ্জে একটি পরিবারকে সমাজচ্যুত করেছে গ্রামের মাতব্বররা! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ

ষড়যন্ত্র মামলা থেকে ছেলেকে বাঁচাতে হবিগঞ্জ  পুলিশ সুপার বরাবরে এক অসহায় মায়ের আবেদন

ষড়যন্ত্র মামলা থেকে ছেলেকে বাঁচাতে হবিগঞ্জ  পুলিশ সুপার বরাবরে এক অসহায় মায়ের আবেদন

সিলেট র‌্যাব-৯ ও বিজিবি’র যৌথ অভিযানে বড়গুপটিলা থেকে ৬টি বিদেশি ডেটোনেটর ও ৬টি বিস্ফোরক উদ্ধার

সিলেট র‌্যাব-৯ ও বিজিবি’র যৌথ অভিযানে বড়গুপটিলা থেকে ৬টি বিদেশি ডেটোনেটর ও ৬টি বিস্ফোরক উদ্ধার

বাসযোগ্য পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করো

বাসযোগ্য পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করো