০৩ এপ্রিল ২০২৫ | ১৯ চৈত্র ১৪৩১
আবহাওয়া
সারাদেশে বাড়ছে গরম, ৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, সিলেটে শিলাবৃষ্টির সম্ভাবনা

image

বাংলাদেশে তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। শনিবার থেকে শুরু হওয়া মৃদু তাপপ্রবাহ আজও দেশের ৫ জেলায় বিরাজমান। অন্যদিকে, সিলেট বিভাগে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার (১৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সিলেট বিভাগের দু'-একটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সিলেটে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা আগামীকাল কমতে পারে।

এদিকে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছুদিন স্থায়ী হতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সপ্তাহের শেষের দিকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস।

দেশজুড়ে তাপমাত্রা বাড়লেও সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা স্বস্তি আনতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক ও উষ্ণ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সপ্তাহের শেষে সম্ভাব্য বৃষ্টি কিছুটা স্বস্তি আনতে পারে।





অনলাইন ডেস্ক

Sponsered Ad
Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement Advertisement

loading