বাংলাদেশে ক্যান্সারের প্রকোপ বাড়ছে, প্রতি লাখে আক্রান্ত হচ্ছেন ১০৬ জন মানুষ। গবেষণায় উঠে এসেছে স্তন, মুখ, পাকস্থলী ও শ্বাসনালীর ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
বিএসএমএমইউ পরিচালিত গবেষণায় প্রকাশ, প্রতি লাখে ১০৬ জন ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর ৫৩ জন নতুনভাবে আক্রান্ত হচ্ছেন, ক্যান্সার মৃত্যুর হার ১২%। বাংলাদেশে ৩৮ ধরনের ক্যান্সার শনাক্ত, সবচেয়ে বেশি স্তন, মুখ, পাকস্থলী, শ্বাসনালী ও জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। গবেষণাটি পরিচালিত হয়েছে কিশোরগঞ্জের হোসেনপুরে, যেখানে ৪৬,৬৩১টি পরিবারের ২ লাখের বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। গবেষণায় অংশ নেওয়া ২১৪ জন ক্যান্সার রোগীর মধ্যে পুরুষ ১১৮ জন এবং নারী ৯৬ জন। ১৮ থেকে ৭৫ বছর বয়সীরা ক্যান্সারে বেশি আক্রান্ত, ক্যান্সার রোগীর ৯২.৫% এই বয়সসীমার মধ্যে। গবেষকদের মতে, বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি না থাকায় সঠিক পরিসংখ্যান নির্ণয়ে জটিলতা রয়েছে।
গবেষণার প্রধান গবেষক বিএসএমএমইউর পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক খালেকুজ্জামান। গবেষণায় ১৬.৮% রোগী স্তন ক্যান্সারে আক্রান্ত, ৮.৪% মুখগহ্বরে, ৭% পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত। ফুসফুস, শ্বাসনালী ও পাকস্থলীর ক্যান্সারে সবচেয়ে বেশি মৃত্যু ঘটে। গবেষণা বাস্তবায়নে অর্থায়ন করেছে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা ও বিএসএমএমইউ। গবেষণা অনুষ্ঠানে বিএসএমএমইউর উপাচার্য, উপ-উপাচার্য, গবেষক ও স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গবেষকরা বলছেন, বাংলাদেশে জনসংখ্যাভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি তৈরি করা জরুরি, যাতে সঠিক পরিসংখ্যানের ভিত্তিতে ক্যান্সার চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হতে পারে। বিএসএমএমইউর এই গবেষণা ভবিষ্যতে ক্যান্সার নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
অনলাইন ডেস্ক
Comments: