সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের পর গ্রেপ্তার হলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের পেছনে সরকারের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া উত্তেজনা ও প্রতিবাদ আন্দোলনের প্রভাব রয়েছে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা ছাত্র-জনতার প্রবল চাপের মুখে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান। তার পরপরই আওয়ামী লীগ সরকারের অনেক মন্ত্রী এবং নেতারা গা ঢাকা দেন। যদিও এর আগে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে সালমান এফ রহমান শেখ হাসিনার সঙ্গে দেশ ছেড়েছেন, তবে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারের এই ঘটনাগুলি আওয়ামী লীগ সরকারের উপর ক্রমবর্ধমান চাপেরই প্রতিফলন। আরও মন্ত্রী ও নেতাদের গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে চলমান উত্তেজনার মধ্যেই এই গ্রেপ্তার সবার নজর কেড়েছে।
ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪