চলতি এইচএসসি ২০২৪ খ্রিষ্টাব্দের পরীক্ষায় এসএসসি রেজাল্ট থেকে বিকল্প পদ্ধতিতে ফল মূল্যায়ন করার দাবিতে মানববন্ধন করছেন বকশীগঞ্জের এইচএসসি পরীক্ষার্থীরা। শনিবার(১৭ আগষ্ট) সকালে বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনের কারণ দেখিয়ে দেশের সার্বিক পরিস্থিতিতে সূচি পেছানো এইচএসসি পরীক্ষায় বসার পরিবর্তে বিকল্প উপায়ে অটো পাস কিংবা এসএসসি রেজাল্ট থেকে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল মূল্যায়ন করার দাবি জানায় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
এ সময় দাবির পক্ষে স্লোগান দেয়াসহ দাবির বিষয়ে লেখা ব্যানার প্লাকার্ডও বহন করেছেন তারা। মানববন্ধনে অংশ নিয়েছেন বকশীগঞ্জ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
ইয়াছির আরাফাত, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি