রাজধানীর জিগাতলায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মোঃ রিয়াজ (২৩)নামে এক শিক্ষার্থী না ফেরার দেশে চলে গেলেন ।
আজ শনিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার চারটার দিকে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের ভাই হাসান রাসেল জানান, আমার ভাই বরিশালের মুলাদী সরকারি কলেজের স্নাতক পরীক্ষার্থী ছিল। গত গত ৪ আগষ্ট দুপুর সাড়ে বারোটার দিকে জিগাতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয় সে। আমরা খবর পেয়ে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ)চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলের দিকে মারা যায়।
তিনি আরও জানান, নিহত রিয়াজ বরিশালের হিজলা উপজেলার মোল্লারহাট গ্রামের মাহমুদুল্লাহর হকের ছেলে। বর্তমানে জিগাতলা এলাকায় বোনের বাসায় থাকতো। চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল সে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান,মরদেহ জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
মোঃ আতিকুল ইসলাম, নিজেস্ব প্রতিবেদক