হযরত শাহপরাণ (রহ.) মাজারে গান-বাজনা এবং অশ্লীল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে মাজার কর্তৃপক্ষ। মাজারের খাদিম কাবুল আহমদ গতকাল শুক্রবার বিকালে একটি ভিডিও বার্তায় এ ঘোষণা দেন। সিলেটের হযরত শাহপরাণ (রহ.) মাজারে এখন থেকে কোনো গান-বাজনা হবে না বলে ঘোষণা দিয়েছেন মাজারের খাদিম। উরস উপলক্ষে বা প্রতি বৃহস্পতিবারের নিয়মিত সংগীত অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে এক ভিডিও বার্তায় মাজারের খাদিম কাবুল আহমদ ঘোষণা দেন যে, মাজারে উরস উপলক্ষে কিংবা প্রতি বৃহস্পতিবারের নিয়মিত গান-বাজনা আর হবে না। তিনি স্পষ্ট জানান, কেউ ঢোল তবলা নিয়ে মাজারে আসতে পারবেন না এবং এ ধরনের কোনো কার্যক্রম করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
এ ঘোষণার আগে, ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-জনতা, এবং স্থানীয় উলামায়ে কেরাম শাহপরাণ (রহ.) মাজারে গান-বাজনা, মাদক সেবনসহ সকল অশ্লীল কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। তারা শুক্রবার বাদ জুমা মাজার গেইটে অবস্থান নিয়ে তাদের দাবি জানান।
সিলেট সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম জানান, স্থানীয় প্রশাসন এ বিষয়ে একটি বৈঠক করেছে, যেখানে সিদ্ধান্ত হয়েছে মাজারে আর কোনো অশ্লীল কার্যক্রম, মাদক সেবন বা গান-বাজনা চলবে না। আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে সহায়তা করবে, এবং একটি কমিটি গঠন করা হবে, যারা পরিস্থিতি তদারকি করবে।
হযরত শাহপরাণ (রহ.) মাজারে ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে সকল প্রকার গান-বাজনা ও অশ্লীল কার্যক্রম বন্ধের এই সিদ্ধান্ত ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে স্বস্তি এনেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহণ করে তা নিশ্চিত করবে।
ডেস্ক রিপোর্ট: রিলাক্স নিউজ ২৪