পিরোজপুর জেলার কাউখালী উপজেলা যুবদল আয়োজিত বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ায় জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন তালুকদার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই মুহূর্তে কোনো অনুপ্রবেশকারী দলে ঢুকে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি করতে না পারে তার জন্য সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।আগামী নির্বাচন অবাদ সুষ্ঠু করতে সর্তক অবস্থানে থেকে ঐক্যবদ্ধভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে।
উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল বলেন, বিগত ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা আন্দোলন করেছি।আজ সেই আন্দোলন তার প্রাথমিক ধাপ অতিক্রম করেছে। দখলদারি, চাঁদাবাজির অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ কর্ম থেকে বিরত থাকতে হবে।
কাউখালী উপজেলা যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেলের সঞ্চালনায় আহ্বায়ক মামুন তালুকদারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান পিন্টু, পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাওলা হোসেন মইন, পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম হাসান ও কাউখালী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান শিবলু সহ উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নেতা-কর্মীদের সংগঠিত থেকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
মোঃ রাশেদুল ইসলাম, পিরোজপুর