ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ লাখ ৩১ হাজার ৪০ পিস ডিম আমদানি করা হয়েছে। দেশের বাজারে ডিমের মূল্য বৃদ্ধি ও ডিম উৎপাদন কম হওয়ায় রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে বৃহৎ এই ডিমের চালানটি বন্দরে প্রবেশ করে। আমদানিকৃত এই ডিমের বাংলাদেশি আমদানিকারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এবং ভারতের এক্সপোর্টার্স শ্রি লাক্সমি নারায়ণ ভাণ্ডার।
বাংলাদেশে আসা ১১০৪ কার্টুনের প্রতি কার্টুনে ২১০ পিস করে ডিম রয়েছে। শুল্কায়ন বাদেই এসব ডিমের দাম ধরা হয়েছে ১১ হাজার ১৭২.০৬ ডলার যা বাংলাদেশি টাকায় ১৩,৪৮,২৪৩.৯২ টাকা। এর আগে গত ২০১৩ সালের ৫ নভেম্বর সর্বশেষ ডিমের চালান বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
আমদানিকারক প্রতিষ্ঠান রাতুল ইন্টারন্যাশনাল এর সত্তাধিকারি আবদুল লতিফ জানান, ডিমের বাজারের অস্থিরতা নিরসনের জন্য আরও বেশি ডিম আমদানি দরকার। ইতোমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ডিম আমদানি শুরু হয়েছে। আমি মনে করছি, এভাবে ডিম আমদানি হলে বাংলাদেশের মানুষ অল্পমূল্যে ডিম ক্রয় করতে পারবেন।
মোঃ ইমরান হোসেন হৃদয় ( শার্শা, যশোর, প্রতিনিধ )