আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, রোহিত শর্মাদের ভারতীয় দল সেখানে খেলতে রাজি নয়। তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা দুবাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করলেও পাকিস্তানে গিয়ে খেলবে না। আইসিসিকে অনুরোধ করা হবে ভারতীয় ম্যাচগুলি শ্রীলঙ্কা বা দুবাইয়ে আয়োজনের জন্য।
গত বছর এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ভারত খেলতে না চাওয়ায় হাইব্রিড মডেলে আয়োজন করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা হতে পারে। এক বোর্ড কর্মকর্তা জানান, “চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত। আইসিসিকে বলা হবে ম্যাচগুলি দুবাই বা শ্রীলঙ্কায় দেওয়ার জন্য।”
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ মার্চ পর্যন্ত চলবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতোমধ্যে প্রতিযোগিতা আয়োজনের ব্যবস্থা শুরু করেছে। লাহোরে সাতটি, রাওয়ালপিণ্ডিতে পাঁচটি, এবং করাচিতে তিনটি ম্যাচ হওয়ার প্রস্তাবিত সূচি রয়েছে। ১ মার্চ লাহোরে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা প্রস্তাবিত সূচি অনুযায়ী।
ভারতের কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করছে রোহিতদের পাকিস্তানে গিয়ে খেলার বিষয়টি। যদিও সম্ভাবনা ক্ষীণ, আইসিসির আগামী বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।