সিলেট শহরতলীর সাহেবের বাজার এলাকায় কুড়িয়ে পাওয়া একটি তাজা মর্টারশেল মহানগর পুলিশের সিআরটি ও বোম্ব ডিস্পোজাল ইউনিট সফলভাবে নিষ্ক্রিয় করেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহরিয়ার আল মামুনের নেতৃত্বে সাহেবের বাজার এলাকায় মর্টারশেলটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশের ধারণা, এটি মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।
কয়েক দিন আগে সাহেবের বাজার এলাকার কমলাদিঘীর পাশে মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পান বিলাল মিয়া। বিলাল মিয়া তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। বুধবার রাতে মর্টারশেলটি উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়। সাহেবের বাজার এলাকায় মাটি খোঁড়ার সময় মর্টারশেলটি পাওয়া যায়। মর্টারশেলটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে বলে ধারণা পুলিশের। পুলিশ জানিয়েছে, এলাকাবাসীকে নিরাপদ রাখার জন্য এ ধরনের যেকোনো বোমা বা বিস্ফোরক দ্রব্য খুঁজে পেলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে অনুরোধ করেছে।
মর্টারশেলটি নিষ্ক্রিয় করে এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ। এই ঘটনায় মুক্তিযুদ্ধের স্মৃতি আবারও জীবন্ত হয়ে উঠেছে। এমন ঘটনা ঘটলে স্থানীয়দের দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছে পুলিশ।