গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের নেতা নজরুল ইসলাম সিপারকে নাশকতার মামলায় গ্রেফতার করেছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩:৩০ মিনিটে সিলেট কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতার মামলার পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-৯।
র্যাবের সূত্র অনুযায়ী, নজরুল ইসলাম সিপার (৪৪) সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগের নেতা এবং শাহপরান থানার সুবিদবাজার গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট, ২০২৪ তারিখে সিলেট কোতয়ালী থানায় বিস্ফোরক দ্রব্য আইন এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়। এফআইআর নং-৩৪/৩৮৯ অনুযায়ী তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৪, দন্ড বিধির ধারা ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ১১৪, ও ৩৪ এর আওতায় অভিযোগ আনা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর আভিযানিক দল দ্রুত ব্যবস্থা নেয় এবং নজরুল ইসলাম সিপারকে কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে আইনি প্রক্রিয়ার জন্য সিলেট মহানগর পুলিশের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল নিশ্চিত করেছেন যে, এই গ্রেফতার নাশকতা মামলার তদন্তে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়াও, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। র্যাব-৯ এর এই অভিযান সিলেট অঞ্চলে নাশকতা প্রতিরোধে একটি বড় সফলতা হিসেবে গণ্য হচ্ছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বুলবুল আহমেদ