পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ধারণ ক্ষমতার অতিরিক্ত গাছ বোঝাই একটি ট্রাক আটক করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মঠবাড়ীয়া উপজেলার পৌরসভা এলাকার উপজেলা পরিষদ চত্তর ঢাক-পাথরঘাটা সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এসময় ধারণ ক্ষমতার অতিরিক্ত গাছ বোঝাই একটি ট্রাক আটক করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বন আইন, ১৯২৭ অনুযায়ী চালককে ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মঠবাড়ীয়া।
তিনি গণমাধ্যম কর্মীদের জানান ঝুঁকিপূর্ণ এবং নিয়ম বহির্ভূত ট্রাকের চালককে নাম মাত্র অর্থদণ্ড করে সাতর্ক করা হয়েছে। ভবিষ্যতে উপজেলা প্রশাসন কতৃক পরিচালিত মোবাইল কোর্ট নিয়মিত চলমান থাকবে।
তানভীর মেহেদী, নিজস্ব প্রতিনিধি