পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮ টা থেকে সকাল ১১ টা পর্যন্ত মঠবাড়িয়া মডেল মসজিদের সংস্কৃতিক কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশীদ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল নবী রাসূল ছিলেন শ্রমিক কেউ যদি শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে,শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আদায়ের লড়াই করেন আল্লাহ তাদের পুরস্কৃত করেন।আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পাক তাছাড়া তিনি আরো বলেন স্বৈরাচার হাসিনা দেশ থেকে পালিয়েছেন ইসলামের সাথে মিথ্যাচার করে।
বাংলাদেশ জামায়েত ইসলামী মঠবাড়িয়ার আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন মঠবাড়িয়ার উপদেষ্টা অধ্যাপক শরীফ আবদুল জলিল বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে যারা পার্লামেন্টে কথা বলেছেন তাদের হত্যা করা হয়েছে হত্যাকারীদের বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। শ্রমিকদের মাথা বিক্রি করে তথাকথিত শ্রমিক নেতারা সম্পদের পাহাড় গড়েছেন এই সকল নেতাদের চিহ্নিত করে বিচার করতে হবে।
বাংলাদেশ জামায়েত ইসলামীর মঠবাড়িয়ার সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আশা করেছিলাম ১৯৭১ সালের পরে শ্রমিকরা ন্যায্য অধিকার ফিরে পাবেন কিন্তু আজ ৫৩ বছর পরও অধিকার ফিরে পাননি শ্রমিকদের ঘাম শুকানোর আগেও মজুরি পরিশোধ করার কথা থাকলেও আজও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়েত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরেয়ে দেয়ার জন্য কাজ করবেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মুঃ আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল অঞ্চল সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরের সভাপতি মাস্টার মিজানুর রহমান,পিরোজপুর জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুল ইসলাম খন্দকার, মঠবাড়িয়া উপজেলা উপদেষ্টা অধ্যাপক শরীফ মোঃ আবদুল জলিল,পিরোজপুর জেলা সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল জমাদ্দার,সহ উপদেষ্টা মাওলানা আফজাল হোসাইন,আবুল কালাম আজাদ প্রমুখ।
তানভীর মেহেদী, নিজস্ব প্রতিনিধি