নবীগঞ্জ সরকারি কলেজের অদক্ষের রহস্যজনক মৃত্যু! পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের আন্দোলন

নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান নিখোঁজের দুই দিন পর মরা দেহের খোঁজ পাওয়া যায়। গতকাল (২০ অক্টোবর) রবিবার সকাল অনুমান ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত (১৮ অক্টোবর) শুক্রবার সকাল অনুমান ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় তার বোনের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন অদক্ষ। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সন্ধা অনুমান ৭টার দিকে অধ্যক্ষকে নারায়নগঞ্জ জেলার রুপনগর থেকে অজ্ঞাত এক ব্যাক্তি অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনার খবর পেয়ে শাহবাগ থানার এস.আই খালেদ আহমেদ একদল পুলিশ নিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত কি কারণে অদক্ষের মৃত্যু হয়েছে এর কিছুই এখনো জানা যায়নি। তবে, অদক্ষের পকেটে ব্যাংকে টাকা জমার রশিদ ও কলেজের হিসাবের কাগজপত্র সহ কলেজের একটি শীল পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানাযায়।

এ ব্যাপারে নিহতের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত (১৮ অক্টোবর) শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় তিনির বোনের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর থেকেই আমরা আর তিনিকে খোঁজে পাচ্ছিলাম না। বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি’র পর গতকাল (২০ অক্টোবর) রবিবার সকালে কলেজে উপস্থিত হয়ে শিক্ষকদের বিষয়টি অবগত করি। পরে নিখোঁজের বিষয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করি।

তিনি আরও বলেন, আমার স্বামী অধ্যক্ষ ফজলুর রহমানের বিরুদ্ধে কলেজ ছাত্রদের আন্দোলন নিয়ে মানষিক অস্থিরতায় ছিলেন। নিখোঁজের ডায়েরীতে তাকে মানসিকভাবে অসুস্থ্য হিসেবেও উল্লেখ করা হয়। দীর্ঘদিন ধরে আমার স্বামীর বিরুদ্ধে আন্দোলন করে আসছিল শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে সাধারণ শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ এসে তিনিকে উদ্ধার করে। গতকাল রবিবারও অধ্যক্ষর পদত্যাগের দাবীতে আবারো আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় তিনি না থাকলেও কলেজের অন্যান্য শিক্ষকদের অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

অদক্ষের মৃত্যুর সংবাদ পেয়ে পরিবার ও ছাত্র-শিক্ষকদের মধ্যে চলছে শোকের ছায়া। তিনির মৃত্যুর খবরটি যোগাযোগ মাধ্যম ফেইসবুকের জানানো হলে দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। তিনির মৃত্যুর বিষয়টিকে রহস্যজনক মনে করছেন অনেকেই। এ বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবী করছেন সচেতন মহলের লোকজন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন জানান, অদক্ষ নিখোঁজের বিষয়ে রবিবার (২০ অক্টোবর) থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। পরে আমরা অধ্যক্ষের মৃত্যুর খবর জানতে পারি। এবং তার পরিবারকে বিষয়টি অবগত করি।

নিহত ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল থানার কাটানিশার গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র অধ্যক্ষ ফজলুর রহমান। নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকে তিনি নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ একটি বাসায় পরিবার- পরিজন নিয়ে বসবাস করতেন।

 

 

 

 

 

বুলবুল আহমেদ, নবীগঞ্জ, হবিগঞ্জ

সম্পর্কিত নিউজ

সাঁড়াশি অভিযানে শ্রমিকলীগ নেতা ও ডাকাত গ্রেপ্তার করে পুলিশ

মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সাঁড়াশি অভিযানে উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম ও ডাকাত সামছুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২২শে অক্টোবর) ভোরে কুলাউড়া রেলস্টেশন ও বরমচাল ইউনিয়ন এলাকা থেকে…

আরও পড়ুন
মির্জা আজমকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

জামালপুরের মাদারগঞ্জে মির্জা আজমকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর বিকেলে  উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে

বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে

সাঁড়াশি অভিযানে শ্রমিকলীগ নেতা ও ডাকাত গ্রেপ্তার করে পুলিশ

সাঁড়াশি অভিযানে শ্রমিকলীগ নেতা ও ডাকাত গ্রেপ্তার করে পুলিশ

মির্জা আজমকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

মির্জা আজমকে অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ নারী আটক

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ নারী আটক

নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-১

নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত-১

হবিগঞ্জের মাধবপুর যুবদল নেতা হৃদয়কে হত্যার চেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

হবিগঞ্জের মাধবপুর যুবদল নেতা হৃদয়কে হত্যার চেষ্টা মামলায় ৫ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন