মৌলভীবাজারের কুলাউড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২০শে অক্টোবর) দিনভর পৌর শহরের দক্ষিণবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। এসময় অভিযানে কুলাউড়া থানার এসআই মোহাম্মদ আলীসহ পুলিশের দল সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানায়, অভিযানকালে বিভিন্ন দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রির অপরাধে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় এবং পণ্যের ক্রয় ও বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখার নির্দেশনা প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
তিমির বনিক, মৌলভীবাজার