অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশি রোহিঙ্গা তরুণীসহ তিন মহিলাকে আটক করেছে যশোর ব্যাটালিয়নের সদস্যরা (৪৯ বিজিবি) সদস্যরা। সোবার (২২ অক্টোবর) দিবাগত রাতে চৌগাছা সীমান্তে দিয়ে ভারতে প্রবেশের সময় তাদেরকে আটক করা হয়।আটককৃতরা হলেন, রোহিঙ্গা তরুণী মোছা. রশিদা আক্তার (২৭), যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া গ্রামের মোছা. স্বপ্না আক্তার (২৫) এবং নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ৩২১ নম্বর ওয়ার্ডের মোছা. রিতা আক্তার (২৪)।
রোহিঙ্গা তরুণী কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মকগুল আহমেদের মেয়ে। যার পরিবার গণনা নাম্বার- ৫০২৬৪০, STI 19C 04951 এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নম্বর-13020171130120858। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের উদ্দেশ্য অবৈধভাবে ভারতে গমনের চেষ্টা করছিলো।
এ ব্যাপারে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত অবৈধ সীমান্ত পারাপার, অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় একজন রোহিঙ্গা তরুণীসহ ৩ জনকে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
মোঃ ইমরান হোসেন হৃদয়, শার্শা, যশোর