কর্ণফুলীর ব্রিজঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কর্ণফুলী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা। এ সময় বেশি দামে মালামাল বিক্রি এবং প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ২ দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় ও খুচরা কাঁচা বাজর ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
গতকাল রোববার (২৭ অক্টোবর) বাজারে টাস্কফোর্স কমিটির মাধ্যমে বাজার মনিটরিং এর লক্ষ্যে সহকারী কমিশনার (ভূমি) কর্ণফুলী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ব্রীজঘাট বাজারে মূল্য তালিকা না থাকায় ও প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিস্ট ধারা অনুযায়ী ২ মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়, এছাড়াও অতিরিক্ত মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি না করার জন্য ও মূল্যতালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় কর্ণফুলী থানার একটি পুলিশ টিম সহযোগিতা করেন।
মনছুর আলম (মুরাদ), কর্ণফুলী