গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইন-শৃঙ্খলার অবনতি ও অপরাধের উত্থান ঘটেছে। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতির ঘটনা বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়ায় র্যাব-৯ এর অভিযানে ডাকাত দলের সর্দারসহ দুই সদস্য আটক হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গতকাল ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৫টায় র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে ডাকাত দলের সর্দার সায়মন মিয়া (২৪) এবং তার সহযোগী ওমর ফারুক ওরফে রনি (২০) কে গ্রেফতার করা হয়। র্যাব সূত্রের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় গত সেপ্টেম্বরে দায়ের হওয়া একটি মামলার (এফআইআর নং-৫৭, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সহ অন্যান্য দণ্ডবিধি) অধীনে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সায়মন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ডাকাতির হার সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আইন-শৃঙ্খলার অবনতি ও অপরাধীদের কর্মতৎপরতার ফলে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। র্যাব-৯ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে র্যাব-৯ এর অভিযানের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল নিশ্চিত করেছেন।
বুলবুল আহমেদ