সুনামগঞ্জের জগন্নাতপুরে প্রবাসী সোহান হত্যার ঘটনায় র্যাবের অভিযানে প্রধান আসামিসহ ৩ জন গ্রেফতার। গত ২৮ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাতপুরে প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে মাদক ব্যবসায়ীরা পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে হত্যা করে। র্যাবের যৌথ অভিযানে হত্যার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ২৮ অক্টোবর সন্ধ্যায় সুনামগঞ্জের জগন্নাতপুর থানার ইনাতগঞ্জ পূর্ব বাজার এলাকায় সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে পূর্ব শত্রুতার জেরে মাদক ব্যবসায়ীরা ছুরিকাঘাতে হত্যা করে। এলাকাবাসী সোহানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় সোহানের পিতা থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেফতারে র্যাব-৯ ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা করে ময়মনসিংহের ধোবাউড়া থানার মুন্সিরহার এলাকা থেকে মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিদার আলী (২৭), জাহিদ মিয়া (২১), এবং বাবলু মিয়া (২৪)। র্যাবের তথ্য অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুনামগঞ্জের জগন্নাতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে র্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
সুনামগঞ্জের সোহান হত্যার ঘটনায় মূল অভিযুক্তদের দ্রুত গ্রেফতার প্রবাসী এবং তার পরিবারের জন্য কিছুটা সান্ত্বনা দিয়েছে। র্যাবের এই যৌথ অভিযান দেশে অপরাধ দমনে তাদের সক্রিয়তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি প্রমাণ করে।
বুলবুল আহমেদ, নবীগঞ্জ, হবিগঞ্জ