সুনামগঞ্জের রানীগঞ্জ সেতুতে আলোচিত সিএনজি চালক সুজিত দাশ হত্যা মামলার ৩ আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব-৯। সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যার অভিযোগে আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সুনামগঞ্জের রানীগঞ্জ বাজারে সিএনজি চালক সুজিত দাশ গত (১৬ নভেম্বর) তারিখে রহস্যজনকভাবে হত্যা হন। স্থানীয়রা ওইদিন রাত ৯টার দিকে রানীগঞ্জ সেতুর উপর রক্তাক্ত অবস্থায় তার গলাকাটা লাশ দেখতে পান। ধারণা করা হয়, সিএনজি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটে।
এই ঘটনায় নিহতের ভাই সুবাস দাশ ১৮ নভেম্বর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুরু থেকেই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তৎপর ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আলোচিত এই হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ জেলার আনছার আলীর পুত্র আলী হায়দার (৩৬)। হবিগঞ্জ জেলার মৃত তরমুজ আলীর পুত্র হাফিজুর রহমান (২৬)। বাহুবল থানার আব্দুল হাইয়ের পুত্র মোঃ শিবলু মিয়া (২০)।
গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জের রানীগঞ্জ সেতুতে সুজিত দাশের মর্মান্তিক হত্যাকাণ্ডে তিন আসামির গ্রেফতার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সাফল্য। র্যাব-৯-এর তৎপরতা ভবিষ্যতেও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
বুলবুল আহমেদ