চট্টগ্রামের কর্ণফুলীতে ফকিরনীরহাট কর্ণফুলী ফুড জোন হোটেল ও রেস্তোরাকে হোটেল রেস্তোরা নিবন্ধন লাইসেন্স না থাকা, ফিরনি, বোরহানিতে উৎপাদন মেয়াদ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রসাশন।
২৫ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা উপজেলা ফকিনিরহাটে কর্ণফুলী ফুড জোন হোটেল ও রেস্তোরাতে এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, কর্ণফুলী ফুড জোন নামক হোটেল রেস্তোরা নিবন্ধন লাইসেন্স না থাকায়, এছাড়াও তাদের ফ্রীজে ফিরনি, বোরহানি পাওয়া গেছে যেগুলোর উৎপাদন মেয়াদ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর সংশ্লিষ্ট ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি