শেষ হলো প্রতীক্ষার প্রহর। আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২: দ্য রুল’ আজ মুক্তি পেয়েছে। বিশ্বজুড়ে ৯ হাজার থিয়েটারে প্রদর্শিত হচ্ছে এই ছবি। বিশ্বব্যাপী উত্তেজনা ও সাফল্যের আভাস নিয়ে মুক্তি পেল ‘পুষ্পা ২’। তবে সৌদি আরবে কিছু দৃশ্য সেন্সর করে ১৯ মিনিট সংক্ষিপ্ত করা হয়েছে ছবিটি।
বিশ্বের ৯ হাজার থিয়েটারে আজ মুক্তি পেয়েছে ‘পুষ্পা ২’। সিনেমাটি মুক্তির প্রথম দিনেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। বলিউড বিশ্লেষকরা বছরের শেষ বড় হিট হিসেবে এটি দেখছেন। সৌদি আরবের সেন্সর বোর্ড ছবির ১৯ মিনিট সংক্ষিপ্ত করেছে। ‘জাথরা দৃশ্য’ নামে একটি অংশ সরিয়ে ফেলা হয়েছে, যেখানে হিন্দু ধর্মীয় প্রতীক এবং দেবতার সঙ্গে একটি বিতর্কিত সজ্জা ছিল। সৌদি দর্শকদের জন্য ছবির চূড়ান্ত দৈর্ঘ্য হয়েছে ৩ ঘণ্টা ১ মিনিট।
অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় একদিন আগেই সিনেমাটি মুক্তি দেওয়া হয়, যেখানে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। ছবিটির প্রি-বুকিং আয় ইতোমধ্যেই প্রায় ৬০ কোটি রুপি। ছবিটি পরিচালনা করেছেন সুকুমার। আল্লু অর্জুন ছাড়াও রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিলের অভিনয় দর্শকদের মুগ্ধ করছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ছবিটি শুধুমাত্র দক্ষিণ ভারত নয়, বিশ্বব্যাপী উল্লেখযোগ্য আয় করছে। সৌদি আরবের পরিবর্তনের পরও সেখানকার সিনেমা হলগুলো পূর্ণ দর্শকে ভরপুর বলে জানা গেছে।
‘পুষ্পা ২: দ্য রুল’ বছরের অন্যতম প্রত্যাশিত সিনেমা হিসেবে মুক্তি পেয়ে দর্শকদের মন জয় করছে। সিনেমার প্রতি বিশ্বজুড়ে এই উত্তেজনা ও ইতিবাচক প্রতিক্রিয়া এটি বছরের বড় হিটে পরিণত করবে বলেই আশা করা যায়। সৌদি আরবে সেন্সর সত্ত্বেও ছবিটির সাফল্য প্রমাণ করে আল্লু অর্জুনের জনপ্রিয়তা।
বিনোদন ডেস্ক: রিলাক্স নিউজ ২৪