কোটাবিরোধী আন্দোলন নিয়ে আজই শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি রয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকেলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানান, কোটা সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত এবং শিক্ষার্থীদের প্রস্তাব গ্রহণ করে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং আজই আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, কোটা সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন এবং আলোচনার দায়িত্ব আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দিয়েছেন। যদি শিক্ষার্থীরা রাজি থাকে তাহলে আজই বসার জন্য প্রস্তুত রয়েছে সরকার। আইনমন্ত্রী আরও জানান, ৭ আগস্ট যে মামলার শুনানি হওয়ার কথা ছিল সেটি এগিয়ে আনার জন্য আবেদন করা হবে। প্রধানমন্ত্রীর ভাষণের প্রেক্ষিতে বিচারবিভাগীয় তদন্ত কমিটির দায়িত্ব দেয়া হয়েছে হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউনে’ উত্তপ্ত করে তুলেছে ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর আইনমন্ত্রী জানান, প্রধান বিচারপতির কাছে এ প্রস্তাব যাবে এবং আপিল বিভাগের কাছে শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করা হবে।
কোটাবিরোধী আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের প্রস্তুতি ইতিবাচক একটি পদক্ষেপ। এ ধরনের উদ্যোগ সংকট নিরসনে সহায়ক হতে পারে এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে গঠনমূলক আলোচনা সম্ভব করবে। আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে সকল পক্ষের সহযোগিতা কাম্য।