ঢাকা শীত এলেই বায়ুদূষণের চরম পর্যায়ে পৌঁছে। চলতি বছর শুষ্ক মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে নগরবাসীকে ধুলাবালির ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। কলকারখানার ধোঁয়া, যানবাহনের কালো ধোঁয়া ও বিষাক্ত সীসায় ভরপুর বাতাসে নাগরিক জীবন অতিষ্ঠ।
গত নভেম্বরে বায়ুদূষণের মাত্রা ছিল গত ৮ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণা জানাচ্ছে, নভেম্বর মাসে ঢাকায় নির্মল বায়ুতে নিশ্বাস নিতে পারেনি কেউ। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, প্রচণ্ড শীতে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পাবে।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) গবেষণায় দেখা গেছে, ২০২৪ সালের নভেম্বরে ঢাকার বায়ুমান সূচক ১৯৫ ছিল। গত ৮ বছরের গড় ১৭৬.৬৬-এর তুলনায় এটি ১০.৩৭% বেশি। ২০২৩ সালের তুলনায় দূষণ বৃদ্ধি পেয়েছে ১১.০৫%।
১ দিন নির্মল বায়ু, ৪ দিন সতর্কতামূলক, ১২ দিন অস্বাস্থ্যকর এবং ১৩ দিন খুব অস্বাস্থ্যকর মানের বায়ুতে ঢাকা ছিল ঢেকে। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জামান দূষণের উৎস নির্মূলের ওপর জোর দিয়েছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা নির্মাণ, বর্জ্য পোড়ানো ও নির্মাণাধীন ভবনের কারণে ধুলাবালি বেড়েছে। বিশেষ করে মালিবাগ, মৌচাক, মোহাম্মদপুর, এবং বেড়িবাঁধ এলাকায় বায়ুদূষণের ভয়াবহতা চরমে। বাসিন্দাদের অভিযোগ, মাস্ক পরেও ধুলার হাত থেকে রক্ষা মেলে না।
স্টেট অব গ্লোবাল এয়ার ২০২৪ জানাচ্ছে, ২০২১ সালে বায়ুদূষণে বাংলাদেশে ২ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ মারা গেছে। বায়ুদূষণ শিশুদের অপরিণত জন্ম, কম ওজন এবং শ্বাসতন্ত্রের রোগ বাড়িয়ে তুলছে। টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়েশা আক্তার জানিয়েছেন, শীতকালে রোগীর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়ে যায়।
ঢাকা সিটি করপোরেশন প্রতিদিন ধুলা নিয়ন্ত্রণে পানি ছিটানোর দাবি করলেও লোকবল সংকট ও ঢাকার বিশাল পরিসর কাভারেজ করা সম্ভব নয় বলে স্বীকার করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা শাখার পরিচালক মো. জিয়াউল হক উল্লেখ করেছেন, আইনের প্রয়োগ না হওয়াই দূষণের মূল কারণ।
ঢাকার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। দূষণ রোধে আইনের কঠোর প্রয়োগ এবং জনসচেতনতার প্রয়োজন। বিশেষজ্ঞরা নাগরিকদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি দূষণের উৎসগুলো নির্মূলের আহ্বান জানিয়েছেন। তবে দূষণ কমাতে শুধু কর্তৃপক্ষ নয়, নাগরিক সচেতনতারও প্রয়োজন।
অনলাইন ডেস্ক