কূটনৈতিক রিপোর্টিংয়ে প্রথম অ্যাওয়ার্ড পেলেন মৌলভীবাজারের মিজানুর

মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার (বিশেষ প্রতিনিধি) মৌলভীবাজারের বাসিন্দা মিজানুর রহমান কূটনৈতিক রিপোর্টিংয়ে প্রথম বিশেষ অ্যাওয়ার্ড জয় করেছেন। ‘ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি, তদন্ত ফাইল গায়েব’-শিরোনামে গত জুন মাসে প্রকাশিত মানবজমিন-এর অনুসন্ধানী প্রতিবেদনের জন্য তাকে মর্যাদাপূর্ণ ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন বাংলাদেশ-ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আনাম্বরপূর্ণ অনুষ্ঠানে তার হাতে অ্যাওয়ার্ডটি হস্তান্তর করেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জয়ী মানবজমিন-এর সেই রিপোর্ট প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব বলেন, রিপোর্ট সাপেক্ষে তদন্ত হচ্ছে, যথাসময়ে এটা উন্মোচন করা হবে। অনুষ্ঠানে অনলাইন ক্যাটাগরিতে ঢাকা পোস্টের নজরুল ইসলাম এবং টেলিভিশন ক্যাটাগরিতে মাছরাঙার মাশরেক রাহাতও পুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে অ্যাওয়ার্ড জয়ের প্রতিক্রিয়ায় মিজানুর রহমান তার প্রতিক্রিয়ায় বলেন এ অর্জনকে ছাত্র-জনতার রক্তাক্ত অভ্যুত্থানে হতাহতদের প্রতি উৎসর্গ করেন। সেই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্তদের অনিয়ম, অব্যবস্থাপনা তথা দুর্নীতির বিরুদ্ধে বরাবরের মতো পেশাদারিত্বের সঙ্গে তার কলম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, কাজের এই স্বীকৃতি তাকে দেশ ও জাতির প্রতি আরও দায়বদ্ধ ও দায়িত্বশীল করেছে। জীবনভর তিনি এ অর্জনকে রক্ষা করার চেষ্টা করবেন বলেও জানান।

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, ডিকাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু বক্তব্যে রাখেন।

উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত ডিকাব তার প্রতিষ্ঠার ২৬ বছরের মাথায় এবারই প্রথম মিডিয়া অ্যাওয়ার্ড চালু করেছে। তিন সদস্যের বিজ্ঞ বিচারক প্যানেলে ছিলেন-ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং ডিজিটাল রাইটের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারী কূটনৈতিক বিটের প্রত্যেক প্রতিযোগীকে সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিকতায় মিজানুর রহমান: ২০০০ সালে দেশের আধ্যাত্মিক রাজধানী সিলেটের বহুল প্রচারিত স্থানীয় দৈনিক সিলেটের ডাক-এর প্রথম এমসি কলেজ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতার সূচনায় মিজানুর রহমান গত ২৪ বছর ধরে পেশাদারিত্ব ও অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। জাতীয় দৈনিক মানবজমিন-এ কাজ করছেন ২০০৫ সাল থেকে। ২০১১ সালে ভারতের তৎকালীণ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রস্তুতি সংক্রান্ত সংবাদ কভার করার মধ্য দিয়ে তার কূটনৈতিক রিপোটিংয়ের সূচনা ঘটে। এরপর থেকে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া,পাকিস্তানসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট করেছেন। ঢাকায় চীনের প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং দু’জন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ অন্তত ২৫টি হাই প্রোফাইল সফর অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাভার করেছেন। বাংলাদেশের সবচেয়ে আলোচিত-সমালোচিত ক্যাসিনো কান্ডের আঁতুরঘর সিঙ্গাপুরে অ্যাসাইনমেন্টে ঢাকা থেকে যাওয়া একমাত্র রিপোর্টার ছিলেন তিনি।

যিনি ২০১৭ সালে ২৫শে আগেস্ট লাখো রোহিঙ্গা ঢল নামার মুহুর্তে একাধারে ১৭ দিন কক্সবাজারে ক্যাম্প এলাকায় কাটিয়েছেন এবং সিরিজ রিপোর্ট করেছেন। রোহিঙ্গা সঙ্কটের সূচনাতে ঢাকা থেকে মানবজমিন সর্বপ্রথম তারা রিপোর্টারকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছিল।

২০২৩ সালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে অপতথ্য, গুজব এবং সাংবাদিকতার নীতি বিষয়ক বিশেষ ট্রেনিং এবং সার্টিফিকেট অর্জন করেন। মিজানুর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের দক্ষিণ মহলাল এলাকায়। মৌলভীবাড়ির হোসাইন আহমদ ও আনোয়ারা বেগম দম্পতির প্রথম সন্তান তিনি।

মানবজমিনের কূটনৈতিক প্রতিবেদক (বিশেষ প্রতিনিধি) বিশিষ্ট সাংবাদিক মিজানুর রহমানের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন, মৌলভীবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

 

 

 

 

তিমির বনিক, মৌলভীবাজার 

সম্পর্কিত নিউজ

মৌলভীবাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের মূর্তি ভাংচুর লুটপাট

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার আদিত্যের মহাল এলাকার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের সেবায়েত’কে ধাক্কা মেরে মাটিতে ফেলে ভেতরে প্রবেশ করে স্থানীয় উশৃঙ্খল প্রকৃতির যুবক জাকির হোসেন টিপু মূর্তি ভাংচুর, সেবাশ্রমের দানের…

আরও পড়ুন
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ সাত বাংলাদেশিকে আটক

অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক অভিযানে ভারতীয় পণ্য ও মাদকসহ আর একজনকে আটক করেছে বিজিবি। বুধবার…

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন

আইএমএফের চাপে ৬৫ পণ্যে ভ্যাট বাড়াচ্ছে এনবিআর, মূল্যস্ফীতির শঙ্কা

আইএমএফের চাপে ৬৫ পণ্যে ভ্যাট বাড়াচ্ছে এনবিআর, মূল্যস্ফীতির শঙ্কা

যুক্তরাজ্যে তিন দিনের তুষারপাতের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস

যুক্তরাজ্যে তিন দিনের তুষারপাতের পূর্বাভাস, তাপমাত্রা নামতে পারে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস

মৌলভীবাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের মূর্তি ভাংচুর লুটপাট

মৌলভীবাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর সেবাশ্রমের মূর্তি ভাংচুর লুটপাট

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ সাত বাংলাদেশিকে আটক

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ সাত বাংলাদেশিকে আটক

কমলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্টিত

কমলগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্টিত

শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরইসলামের স্মৃতিতে শীতবস্তু বিতরণ

শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরইসলামের স্মৃতিতে শীতবস্তু বিতরণ