স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম ও শেষ ভাগে ছিল আকাশ-পাতাল তফাৎ। রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতে এগিয়ে গেলেও শেষমেশ বার্সেলোনার আক্রমণে ভেঙে পড়ে।
ম্যাচ শুরুর ৫ মিনিটে কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদের পক্ষে গোল করেন। বার্সেলোনার ডিফেন্সকে পেছনে ফেলে একক দক্ষতায় গোল করেন এমবাপে। এমবাপের গোলের পরে ২২ মিনিটে লামিনে ইয়ামাল সমতাসূচক গোল করেন। ১৪ মিনিটের মাথায় বার্সা পেনাল্টি পায়, যেখানে রবার্ট লেভানডভস্কি গোল করেন।
৩৯ মিনিটে রাফিনহা হেডে গোল করেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আলেয়ান্দ্রো বালদে বার্সার পক্ষে চতুর্থ গোলটি করেন। রাফিনহা নিজের দ্বিতীয় গোল করেন, স্কোরলাইন পৌঁছায় ৫-১। বার্সেলোনার গোলরক্ষক শেজনি লাল কার্ড দেখেন এবং রদ্রিগোর ফ্রি-কিকে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় গোলটি করে।
ম্যাচের শুরুতেই নিশ্চিত দুটি গোল বাঁচান রিয়াল মাদ্রিদের গোলরক্ষক কুর্তোয়া। শেজনির লাল কার্ডের কারণে বার্সেলোনা বাধ্য হয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পরিবর্তন করে। বারবার রক্ষণভাগের ভুলে বার্সেলোনার আক্রমণে বিধ্বস্ত হয় রিয়াল।
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা দেখিয়ে দিল তাদের আধিপত্য। প্রথমে পিছিয়ে থেকেও তাদের আক্রমণাত্মক এবং সুশৃঙ্খল খেলা রিয়াল মাদ্রিদের রক্ষণকে নাজেহাল করেছে। বার্সেলোনার এই জয় তাদের ১৫তম সুপার কাপ শিরোপা নিশ্চিত করল।
খেলাধুলা ডেস্ক: রিলাক্স নিউজ ২৪